জার্মানিতে জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত
আসছে বছরগুলোতেও জার্মানির জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে একটি গবেষণা। গবেষণার ফলাফল অনুযায়ী, ২০৪০ নাগাদ জার্মানির জনসংখ্যা মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার বের্টেলসমান ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া জন্ম, মৃত্যু ও অভিবাসনের তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণা পরিচালনা করা হয়েছে।
ভৌগোলিক পার্থক্য
জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের জনসংখ্যা ২০৪০ সালের মধ্যে ৪ দশমিক ৬ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বার্লিনের জনসংখ্যা বাড়তে পারে ৫ দশমিক ৮ শতাংশ। জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে জনসংখ্যা বাড়তে পারে ৩ দশমিক ৫ শতাংশ।
দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের জনসংখ্যা ১২ দশমিক ৩ শতাংশ কমে যেতে পারে। আরও দুই পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিঙ্গিয়ায় ১০ দশমিক ৯ শতাংশ ও মেক্লেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ায় ৭ দশমিক ৩ শতাংশ জনসংখ্যা কমে যেতে পারে৷
বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা
জার্মানির প্রতিটি রাজ্যেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বের্টেলসমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রালফ হেক। প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা গেছে, জার্মানিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বেড়ে ২০৪০ নাগাদ ২৮ শতাংশ হবে। সংখ্যাটি ২০২০ সালে ছিল ২২ শতাংশ।
একই সময়ের মধ্যে কর্মক্ষম বয়সের মানুষের অনুপাত ৫৪ থেকে ৪৮ শতাংশে নেমে আসবে। মোট জনসংখ্যার মধ্যে কম বয়সীদের অনুপাত প্রায় অপরিবর্তিত থাকবে।
রালফ হেক আরও বলেন, বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে ও বিদ্যমান অর্থনৈতিক বাধাগুলো কাটিয়ে উঠতে এখনই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া প্রয়োজন।