জিমি কার্টারের শেষকৃত্যে ওবামা-ট্রাম্পের হাস্যরসে ক্ষিপ্ত হ্যারিস!
প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যরসে ক্ষিপ্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণ করে লিপরিডাররা এমন দাবি করেছেন।
তারা বলছেন, দুইজনকে হেসে কথা বলতে দেখে কমলার ভালো লাগেনি। কেউ বলছে তিনি হিংসায় জ্বলছিলেন। অবশ্য ওয়াশিংটনে ওবামা ও ট্রাম্পের আলাপচারিতা নিয়ে সর্বোচ্চই কৌতুহল তৈরি হয়েছে।
গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষও জানতে চায় তারা দুজন কি এমন কথা বলেছেন যাতে পুরোটা সময় তারা উৎফুল্ল ছিল। পরে বিষয়টি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, তারা আন্তরিকভাবেই আলাপ করেছেন। সেই সাথে ট্রাম্প জানান আদর্শগত পার্থক্য থাকলেও ওবামাকে তিনি পছন্দ করেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট জেনারেল ফোর্ড ও সম্প্রতি প্রয়াত ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জিমি কার্টার রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক সময় বন্ধু হয়েছিলেন। বার্ধক্যে উপনীত হয়ে তারা দুজন টেলিফোনে একে অপরের শেষকৃত্যে উপস্থিত হয়ে ইয়োলজি বা শোকগাঁথা পাঠের অঙ্গীকার করেন। ২০০৬ সালে ফোর্ড মারা গেলে বন্ধুর অনুরোধ রক্ষা করেছিলেন কার্টার। ফলে জিমির মৃত্যুতে সেই দায়িত্ব এসে বর্তায় ফোর্ডের ছেলে স্টিভেনের কাঁধে। সেই কথাই জানাচ্ছিলেন জুনিয়র ফোর্ড।
মানবজীবনের নির্মম এক সত্য মৃত্যু সবাইকে কিছুটা হলেও নাড়া দিয়ে যায়। চরম শত্রুও এ সময় মানবিকতার খাতিরে এসে কথা বলে। বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেলে আমেরিকার ৩৯তম প্রেসিডেন্টকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বৈরি প্রতিপক্ষদের মিলিত হবার সুযোগ তৈরি করে দেয়। যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যাথিড্রেলে প্রবেশের সময় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের উঠে না দাঁড়ানো সমালোচকদের দৃষ্টি কেড়ে নেয়। কিন্ত পরে এই দুজনকেই হাস্যরসে মেতে উঠতে দেখা গেছে। এদিন ঐতিহাসিক এক ঘটনা ঘটেছে। সাবেক ও বর্তমান মিলিয়ে একই ফ্রেমে ৫ প্রেসিডেন্ট ধরা পড়েছেন। ওবামা ও ট্রাম্প পাশাপাশি বসেছিলেন। বুশ আসন গ্রহণের সময় ওবামা উঠে দাঁড়ালেও বিল ক্লিন্টন যখন ক্যাথিড্রেলে প্রবেশ করেন সেই সময় ওবামা ও ট্রাম্প কথা বলায় এতই ব্যস্ত ছিল যে সেটি তারা লক্ষ্য করেননি।
বডি ল্যাঙ্গুয়েজ ও লিপরিডাররা বলছেন, এমন একটা জায়গায় খোলামেলা কথা বলতে পারছেন না ওবামা, তাই তারা বাইরে কোথাও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চান। এক পর্যায়ে ট্রাম্প বলেন, আমাকে ওই বিষয়টি থেকে সরে আসতে বলা হয়েছে৷ তবে তারা ঠিক কি বিষয় নিয়ে কথা বলছিলেন তা জানাতে পারেননি লিপরিডাররা।
প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের ৬ দিনের শেষকৃত্য শেষ হয়েছে। স্ত্রী জোসেলিন কার্টারের পাশে সমাহিত করা হয়েছে তাকে।