International

জেলেনস্কিকে সরাতে চায় যুক্তরাষ্ট্র!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সমর্থন দিলেও সেই অর্থে যুদ্ধে তেমন প্রভাব বিস্তার করতে পারছেন না ভালোদিমির জেলেনস্কি। তাই তার ওপর আস্থা হারিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। যার কারণে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর ব্যাপারেও তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করছে রাশিয়ার গোয়েন্দা দপ্তর ‘ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর)’। খবর ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির কার্যক্রমে মোটেও সন্তুষ্ট নন জো বাইডেন এবং তার বন্ধু দেশগুলো। আর সেই কারণেই জেলেনস্কিকে সরানোর পরিকল্পনা করছেন তারা।

রাশিয়ার গোয়েন্দা দফতরে দাবি, ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তাও নাকি ঠিক করে ফেলেছে আমেরিকা। আর সেটি হলে জেলেনস্কিকে সরিয়ে সেই জায়গায় বসানোর জন্য ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভের কথা বিবেচনা করছে তারা।

এ বিষয়য়ে এক বিবৃতিতে এসভিআরের দাবি, আমেরিকার ধনকুবেররা জেলেনস্কির প্রতি ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠছেন। কারণ, রুশ আগ্রাসন ঠেকাতে যে কোটি কোটি ডলার ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছে, তা কীভাবে খরচ করা হচ্ছে তা নিয়ে সন্দেহ করতে শুরু করেছেন তারা।

দাবি উঠেছে, যুদ্ধের নামে যে অর্থ সাহায্য জেলেনেস্কি আমেরিকা এবং বন্ধু দেশগুলির থেকে পাচ্ছেন, তা ব্যক্তিগত ভোগবিলাসে নয়ছয় করতে শুরু করেছেন। আর তা নিয়ে তার উপর বিরক্ত আমেরিকার রাজনীতিক থেকে বিত্তশালীরা।

আমেরিকার প্রভাবশালীরা নাকি বলতে শুরু করেছেন যে, ইউক্রেনের হিতের কথা আর ভাবছেন না জেলেনস্কি। বরং ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে যা, ইউক্রেনের জন্য ‘ক্ষতিকর’।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button