জেলেনস্কির ওপর চটলেন ন্যাটো মহাসচিব
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনার বিষয়ে চটেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট।
সোমবার (২৩ ডিসেম্বর) ন্যাটো প্রধান বলেন, আমি প্রায়ই জেলেনস্কিকে বলেছি, তার উচিত ওলাফ শলৎসের সমালোচনা করা বন্ধ করা। আমি মনে করি এটি অন্যায়।
গত মাসে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের জন্য জার্মান চ্যান্সেলরের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই ফোনালাপ মস্কোকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে দুর্বল করেছে।
এর আগেও কিয়েভকে জার্মান-তৈরি টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে অস্বীকার করায় শোলজের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় শোলজ বলেন, তিনি ইউক্রেন সংঘাত বাড়াতে চান না। জার্মানিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চান না।
তবে ন্যাটো মহাসচিব জানান, তিনি শোলজের শলৎসের বিপরীতে ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন এবং অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবেন না।
এদিকে মস্কো বরাবরই বলে আসছে, পশ্চিমা সহায়তা রুশ সামরিক বাহিনীকে সামরিক অভিযানের উদ্দেশ্য অর্জনের পথে বাধা হতে পারবে না। সংঘাতের চূড়ান্ত ফলাফলও পরিবর্তন করতে পারবে না। ক্রেমলিনের যুক্তি ছিল, কিয়েভকে সমর্থন দিয়ে পশ্চিমা মিত্ররা কেবল সংঘাতকে দীর্ঘায়িত করছে।