International

জেলেনস্কির সঙ্গে বিতণ্ডার পর এবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার কয়েক দিন পরই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যতক্ষণ না রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি দেশটির ওপর ব্যাপক ব্যাংকিং নিষেধাজ্ঞা, বাণিজ্য শুল্ক ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন।

সম্প্রতি ইউক্রেনে রাতভর বিমান হামলার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাশিয়া বর্তমানে ইউক্রেনকে ভয়াবহভাবে ধ্বংস করছে। এই পরিস্থিতিতে আমি বৃহৎ পরিসরের নিষেধাজ্ঞা এবং বাণিজ্য শুল্ক আরোপের কথা ভাবছি- যতক্ষণ না যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হচ্ছে।

তিনি রাশিয়া ও ইউক্রেনের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, দ্রুত আলোচনার টেবিলে বসুন, সময় ফুরিয়ে আসছে। ধন্যবাদ!

উল্লেখ্য, নিষেধাজ্ঞা সাধারণত এক দেশের ওপর অন্য দেশ দ্বারা আরোপিত একটি শাস্তিমূলক ব্যবস্থা, যা তাদের আগ্রাসী কার্যক্রম বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঠেকানোর জন্য নেওয়া হয়। রাশিয়া যখন ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান চালায়, তখন থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে ২১,০০০-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগেও, জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন, যুদ্ধবিরতি না হলে রাশিয়াকে আরও কঠোর অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button