জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের ‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতে প্রস্তুত

ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি। বিবৃতিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাটিকে তিনি ‘দুঃখজনক’ বলে স্বীকারোক্তি দিয়েছেন এবং শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করেছেন।
জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদও জানান। কারণ ট্রাম্প তার প্রেসিডেন্ট থাকাকালে ইউক্রেনকে জ্যাভলিন মিসাইল সরবরাহ করেছিলেন।
এক্স মাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমি আবারও শান্তির প্রতি ইউক্রেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই। আমরা কেউই অন্তহীন যুদ্ধ চাই না। ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত, যাতে স্থায়ী শান্তি অর্জন করা যায়। আমাদের চেয়ে বেশি কেউ শান্তি চায় না। আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে কাজ করতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তুত। প্রথম ধাপে বন্দী মুক্তি এবং আকাশে যুদ্ধবিরতি হতে পারে—যেমন, ক্ষেপণাস্ত্র, দীর্ঘ পাল্লার ড্রোন, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপর হামলা নিষিদ্ধ করা। একইভাবে, সমুদ্রেও যুদ্ধবিরতি কার্যকর হতে হবে। রাশিয়া যদি একই পদক্ষেপ নেয়, তবে আমরা দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তির জন্য কাজ করতে চাই।’
জেলেনস্কি আমেরিকার দেওয়া সহায়তার প্রশংসা করে বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সাহায্য করেছে। আমরা মনে করি, পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্তটি ছিল যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভলিন সরবরাহ করেছিলেন। এটি আমরা কখনো ভুলব না।’
জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন হোয়াইট হাউস ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে।
ওভাল অফিসের বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ওয়াশিংটনে আমাদের বৈঠক যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। এটি দুঃখজনক। তবে এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হতে হবে।’
নিরাপত্তা ও খনিজ সংক্রান্ত চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এই চুক্তি স্বাক্ষরের জন্য ইউক্রেন যে কোনো সময়, যে কোনো সুবিধাজনক ফরম্যাটে প্রস্তুত। এটি আরও বৃহত্তর নিরাপত্তা এবং শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টির দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখছি। আমি সত্যিই আশা করি, এটি কার্যকর হবে।’