Science & Tech

জ্যোতির্বিজ্ঞানের বিস্ময় বৃহত্তম ক্যামেরা

চিলির উত্তরাঞ্চলের একটি পর্বতের শিখরে বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা চালুর প্রস্তুতি চলছে। এর উদ্দেশ্য সহজ হলেও বেশ উচ্চাভিলাষী। এটি অত্যন্ত বিস্তারিতভাবে পুরো রাতের আকাশকে ছবির মাধ্যমে ধারণ করবে; উন্মোচিত করবে মহাবিশ্বের গভীরতম গোপনীয়তাগুলোও।

ভেরা সি. রুবিন অবজারভেটরির ভেতরে স্থাপিত এ ক্যামেরা একটি নতুন টেলিস্কোপের অংশ, যা চিলির রাজধানী সান্তিয়াগোর প্রায় ৪৮২ কিলোমিটার উত্তরে; সেরো পচোনের প্রায় ২ হাজার ৭০০ মিটার (৮ হাজার ৮০০ ফুট) উচ্চতার পর্বতের ওপর নির্মাণাধীন। এ ক্যামেরার রেজলিউশন ৩ হাজার ২০০ মেগাপিক্সেল, যা প্রায় তিনশ সেলফোনের পিক্সেলের সমান। এর প্রতিটি ছবি আকাশের এমন একটি এলাকাকে ধারণ করবে, যা চল্লিশটি পূর্ণ চাঁদের সমান।

এ টেলিস্কোপ দৃশ্যমান আকাশের ছবি ধারণ করবে। এসব ছবির মাধ্যমে জ্যোতির্বিদরা কোনো ধরনের গতিশীল বস্তু বা ঔজ্জ্বল্যের তারতম্য সম্পর্কে জানতে পারবেন। তাদের প্রত্যাশা, এভাবে ভ্যারা রুবিন অন্তত এক কোটি ৭০ লাখ নক্ষত্র ও ২ কোটি গ্যালাক্সি আবিষ্কার করবে, যা এর আগে মানুষ কখনও দেখেনি। জ্যোতির্বিদ ক্লেয়ার হিগস বলেন, রুবিনের অনেক কিছুই করার আছে। এটি অন্তত এক হাজার ছবি ধারণ করবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button