Trending

টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর ঘড়ি নিলামে

১১২ বছর আগে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে এখনো মানুষের আগ্রহের কমতি নেই। টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর ব্যবহৃত সোনার ঘড়িটি গত শনিবার নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ঘড়িটি নিলামে তোলে ইংল্যান্ডের উইল্টশায়ার শহরের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন ইন ডেভাইস নামের একটি প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহক ১২ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার বেশি) ঘড়িটি কিনে নিয়েছেন।

ঘড়িটির আসল মালিক ব্যবসায়ী জন জ্যাকব অ্যাস্টর। মারা যাওয়ার সময় টাইটানিকের সবচেয়ে ধনী এই যাত্রীর বয়স ছিল মাত্র ৪৭ বছর। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল টাইটানিক। যাত্রা শুরুর আগে বলা হয়েছিল, সেই সময়কার সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক কখনোই ডুববে না।

কিন্তু দুঃখজনকভাবে যাত্রা শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় ১৫ এপ্রিল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আইকনিক জাহাজ টাইটানিক। জাহাজটির দুই হাজার ২০০ যাত্রীর মধ্যে মাত্র ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button