টাইটানিক ধ্বংসাবশেষের নিখুঁত ম্যাপ তৈরির অভিযান এবার
সাগরের গভীরে নিমজ্জিত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের এ পর্যন্ত সবচেয়ে বিশদ মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় টন ওজনের দুটি রোবট ধ্বংসস্তূপের স্থানটির মানচিত্র তৈরি ও পাওয়া উপকরণগুলোর তালিকার কাজে ২০ দিন পর্যন্ত সাগরতলে থাকবে। ইমেজিং বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের একটি দলের গতকাল শুক্রবারই টাইটানিকের ডুবে থাকার স্থানটির উদ্দেশে যাত্রা করার কথা। তাঁদের উদ্দেশ্য টাইটানিকের ধ্বংসাবশেষের এ পর্যন্ত সবচেয়ে বিশদ ছবি তোলা।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরে থাকা এই অভিযাত্রীদলের সদস্যদের সঙ্গে কথা বলার একান্ত সুযোগ পেয়েছিল বিবিসি।
অভিযানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিমজ্জিত বিখ্যাত জাহাজটির প্রতিটি কোণ স্ক্যান করে এর ডুবে যাওয়া নিয়ে নতুন তথ্য জোগাড়ের চেষ্টা করা হবে। গত বছর ডুবোজাহাজ ওশানগেট ট্র্যাজেডির পর এটিই হবে টাইটানিকে যাওয়া প্রথম কোনো বাণিজ্যিক মিশন। ওশানগেটের ঘটনায় ডুবোজাহাজে চড়ে নিমজ্জিত টাইটানিক দেখার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় পাঁচজন মারা যান।
ত্রুটিপূর্ণ ডুবোজাহাজটি সাগরের অত গভীরে যাওয়ার উপযোগী ছিল না বলে পরে জানা যায়। প্রসঙ্গত, আটলান্টিক মহাসাগরের ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে আছে টাইটানিক।