Bangladesh

টিউলিপ-শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিভিন্ন ব্যক্তির দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের খবর প্রকাশের পর এমন উদ্যোগ নিল সংস্থাটি।

এর আগে গত ৮ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। নতুন করে আবার তাদেরও তথ্য দিতে বলা হয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে টিউলিপ ও আজমিনা ছাড়া অন্যদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। আজমিনা সিদ্দিক বাংলাদেশি নাগরিক কি না তা জানা যায়নি। বিএফআইইউর চিঠিতে আজমিনা ছাড়া অন্যদের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ রয়েছে।
 
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক রিপোর্ট হয়েছে। এ নিয়ে বিতর্ক দেখা দেয়।

গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। ২০০৪ সালে তাকে বিনামূল্যে ফ্ল্যাটটি দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের বাংলাদেশি একজন আবাসন ব্যবসায়ী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যার সংশ্লিষ্টতা ছিল।

যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদমাধ্যম সানডে টাইমসের রোববারের (৫ জানুয়ারি) এক খবরে বলা হয়, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিককে বিনা মূল্যে আরেকটি ফ্ল্যাট দিয়েছিলেন মঈন গনি নামের একজন আইনজীবী। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। এসব সংবাদ প্রকাশের পর অ্যাকাউন্ট তলবের খবর পাওয়া গেল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button