টিম কুকের পর অ্যাপলের হাল ধরবেন কে
অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর ২০১১ সাল থেকে অ্যাপলকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন টিম কুক। তাঁর নেতৃত্বেই অ্যাপল তিন লাখ কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিত্যনতুন প্রযুক্তি ও উদ্ভাবনেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। এ বছর টিম কুক ৬৪ বছরে পা দেবেন। আর তাই ভবিষ্যতের কথা ভেবে নতুন বা পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা কে হবেন, তা নিয়ে অ্যাপলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে টিম কুকের বদল অ্যাপলে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার দেখা মিলতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।
সময়ের সমীকরণ মেলাতে টিম কুকের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে প্রযুক্তিবিশ্বে কয়েক বছর ধরেই বেশ গুঞ্জন রয়েছে। ব্লুমবার্গের তথ্যমতে, টিম কুক আরও তিন বছর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করতে পারেন। আর তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের ভবিষ্যৎ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সবার আগে রয়েছে জেফ উইলিয়ামসের নাম। তিনি বর্তমানে অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। উইলিয়ামস টিম কুকের থেকে মাত্র তিন বছরের ছোট। এ কারণে অবশ্য তাঁর বাদ পড়ার সম্ভাবনাও বেশি। টিম কুকের উত্তরাধিকারী হিসেবে জন টার্নাসের নামও শোনা যাচ্ছে। তিনি অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানদের একজন। তাঁর বয়স ৪৯ বছর। বয়স কম বলে তাঁকে পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে বিশেষভাবে বিবেচনা করা হতে পারে। টিম কুকের বেশ ঘনিষ্ঠ হিসেবেও বেশ পরিচিত তিনি।
টিম কুক আইবিএমে নিজের ক্যারিয়ার শুরু করেন ১৯৮২ সালে। ১৯৯৪ সাল পর্যন্ত আইবিএমে কাজ করেন তিনি। পরবর্তীকালে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান কমপ্যাকে যোগ দেন। ১৯৯৮ সালে টিম কুক অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন। এরপর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের পর ২০০৫ সালে অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা হন টিম কুক। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত খণ্ডকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালের অক্টোবরে স্টিভ জবসের মৃত্যুর দুই মাস আগে অ্যাপলে পূর্ণকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান টিম কুক।