USA

টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার কারণে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া প্রায় ২০ জন শিশু।

শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

জানা গেছে, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে। এতে বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২০ শিশুকে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর মানে এই নয় যে ওইসব শিশু হারিয়ে গেছে। তারা হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এদিকে, দুর্যোপূর্ণ আবহাওয়া ও বন্যায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন এবং ৯টি উদ্ধারকারী দল। তাদের সঙ্গে প্রায় ৫০০ জন কাজ করছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, কেরভিল, ইংগ্রাম, হান্ট এবং পুরো টেক্সাস হিল কান্ট্রিতে ভয়াবহ বন্যার মুখোমুখি হওয়া ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। 

এদিকে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন টেক্সাস কৃষি দফতরের কমিশনার। তিনি বলেন, জরুরি সতর্কতা মেনে চলুন এবং প্লাবিত রাস্তা দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto