ট্রাম্পকে জেতাতে অনুদান দিলেন ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যক্রমের সমালোচনা করেছেন।
এবার এই ধনকুবের বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।
শুক্রবার (১৩ জুলাই) ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে করা ওই প্রতিবেদনে কত অর্থ অনুদান দেওয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমেরিকা পিএসি নামের ওই গ্রুপটিকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপটি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক অর্থ গ্রহণ করতে পারে। তাছাড়া ডোনারদের ব্যাপারে আগামী ১৫ জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে।
চলতি বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কসহ অন্যান্য বড় বড় ডোনারদের সঙ্গে দেখা করেন। জানা গেছে, আগামী সপ্তাহে রিপালিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে পারেন ট্রাম্প। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে মার্চে এক টুইট পোস্টে ইলন মাস্ক জানিয়েছিলেন, আমি কোনো প্রার্থীকে অনুদান দিচ্ছি না। ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্টতার অন্যান্য অভিযোগও তিনি অস্বীকার করেছিলেন।
এদিকে বাইডেনের প্রার্থিতা নিয়ে এখনো অচলাবস্থা কাটেনি। এখনো অনেক ডেমোক্র্যাটিক নেতা বাইডেনের সরে দাঁড়ানোর পক্ষে। যদিও জো বাইডেন নির্বাচনে লড়াই করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।