USA

ট্রাম্পের এফবিআই প্রধান হচ্ছেন কাশ প্যাটেল

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) বেছে নিয়েছেন।

রবিবার (১ ডিসেম্বর) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

প্যাটেলকে নিয়োগ দেওয়ার ফলে বর্তমান এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়েকে পদত্যাগ করতে হবে বলে শনিবার এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন ট্রাম্প। তিনি এর আগে এফবিআইর ভূমিকা বদলানোর প্রস্তাব রেখেছেন এবং মত দিয়েছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত।

আলাদাভাবে, ট্রাম্প বলেছিলেন যে তিনি ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান হিসাবে ফ্লোরিডার হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টারকে মনোনীত করার পরিকল্পনা করছেন।

প্যাটেল এবং ক্রোনিস্টা ট্রাম্পের আইন প্রয়োগকারী বাছাই পূরণে অ্যাটর্নি জেনারেল মনোনীত পাম বন্ডির সাথে যোগ দেন। এছাড়াও শনিবার ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি চার্লস কুশনারকে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত করেছেন। কুশনার একজন রিয়েল এস্টেট ডেভেলপার এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনারের বাবা।

মনোনয়নটি প্রথম প্রশাসনিক পদ বলে মনে হচ্ছে যা ট্রাম্প তার পুনঃনির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে একজন আত্মীয়কে অফার করেছেন। তবে এই তিনটি পছন্দই মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নিশ্চিত হতে হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছিলেন, ‘ক্যাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধা। যিনি তার কর্মজীবন কাটিয়েছেন দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য। প্যাটেল ছিলেন সত্য, জবাবদিহিতা এবং সংবিধানের পক্ষে।’

প্যাটেল বর্তমান এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ের স্থলাভিষিক্ত হবেন, যাকে ট্রাম্প ২০১৭ সালে ১০ বছরের মেয়াদে নিয়োগ করেছিলেন। কিন্তু এফবিআই যখন ট্রাম্পের ক্লাসিফাইড রেকর্ড পরিচালনার বিষয়ে ফেডারেল তদন্তে সহায়তা করেছিল তখন ওয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ট্রাম্পের ঘোষণার পর এক বিবৃতিতে এফবিআই বলেছে, ‘প্রতিদিন, এফবিআই-এর নারী-পুরুষরা আমেরিকানদের ক্রমবর্ধমান হুমকির হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। পরিচালক ওয়ের ফোকাস এফবিআই-এর পুরুষ ও নারীদের, যাদের সঙ্গে আমরা কাজ করি এবং যাদের জন্য আমরা কাজ করি তাদের উপর রয়ে গেছে।’

এদিকে, কথিত আছে যে প্যাটেলের সঙ্গে ট্রাম্পের একটি পরামর্শমূলক চুক্তি রয়েছে, যে জন্য তাকে বছরে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার প্রদান করা হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button