ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আইনে পরিণত হলে কে জিতবে, কে হারবে?

এই বিলটি পাস হলে এটি ট্রাম্পের অর্থনৈতিক নীতির একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ পাস হয়েছে। এই বিলটি ব্যাপক কর ছাড়ের প্রতিশ্রুতি দেয় এবং রিপাবলিকানদের অর্থনৈতিক এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই-ব্রেকিং ভোট ছিল নির্ধারক।
রিপাবলিকানরা সিনেটে ৫৩টি আসন দখলে রাখলেও তিনজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে মিলে বিলটির বিরুদ্ধে ভোট দেন। এখন বিলটি প্রতিনিধি পরিষদে ফিরে যাবে, যেখানে বিতর্ক এবং পুনরায় ভোটের পর একমত হলে প্রেসিডেন্ট ট্রাম্প সেটিকে আইনে পরিণত করবেন বলে ধারণা করা হচ্ছে।
কারা উপকৃত হবেন?
উচ্চ-আয়ের পরিবার
বিলটি ট্রাম্পের আগের কর কর্তনের সম্প্রসারণ হিসেবে কাজ করবে। ৪ লাখ ৬০ হাজার ডলার বা তার বেশি বার্ষিক আয় করা পরিবারগুলো মোট কর ছাড়ের এক-তৃতীয়াংশেরও বেশি পাবে। ২ লাখ ১৭ হাজার ডলার বা তার বেশি আয়কারীদের হাতে যাবে প্রায় ৫৭ শতাংশ কর ছাড়। নিরপেক্ষ ট্যাক্স পলিসি সেন্টারের মতে, ২০২৬ সালে গড়ে প্রতি পরিবারে কর ছাড় হবে প্রায় ২ হাজার ৬০০ ডলার।
সন্তানসম্ভবা পরিবার
বর্তমানে প্রতি শিশুর জন্য বছরে ২ হাজার ডলার কর ক্রেডিট প্রদান করা হয়, যা ২০২৬ সালে কমে ১ হাজার ডলার হওয়ার কথা ছিল। তবে সিনেট সংস্করণ পাস হলে তা বেড়ে হবে ২ হাজার ২০০ ডলার। যদিও প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত আড়াই হাজার ডলারের চেয়ে এটি কিছুটা কম।
ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতারা
সিনেট সংস্করণ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ হাজার ৫০০ ডলার মূল্যের বৈদ্যুতিক গাড়ি (ইভি) কেনার জন্য ট্যাক্স ক্রেডিট বাতিল হবে। এর ফলে পেট্রোল-ডিজেল গাড়ির সাথে প্রতিযোগিতা সহজ হবে।
টিপসভিত্তিক কর্মীরা
বর্তমানে ২০ ডলারের বেশি টিপস রিপোর্ট করে কর দিতে হয়। বিলটি সেই বাধ্যবাধকতা তুলে দেবে। ফলে ওয়েটার বা অন্যান্য সেবাদানকারী শ্রমিকরা করের বাইরে থেকে উপকৃত হবেন।
কারা ক্ষতিগ্রস্ত হবেন?
ফুড স্ট্যাম্প প্রাপক
বিলের সিনেট সংস্করণে এসএনএপি (ফুড স্ট্যাম্প) প্রোগ্রামের জন্য এক দশকে ৬৮.৬ বিলিয়ন ডলার বাজেট কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি মাসে গড়ে ৪২.১ মিলিয়ন মানুষ খাদ্য সহায়তা পান।
মেডিকেড সুবিধাভোগী
নিম্ন-আয়ের জনগণের স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেডের জন্য ২০৩৪ সাল পর্যন্ত ৯৩০ বিলিয়ন ডলার বাজেট কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সাল থেকে ৬৫ বছরের কম, সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য মাসে ৮০ ঘণ্টা কাজ করার শর্ত আরোপ করা হবে।
ইভি নির্মাতারা
ইলেকট্রিক গাড়ির জন্য ট্যাক্স ক্রেডিট ৩০ সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যাবে। ইভি নির্মাতা টেসলার মালিক ইলন মাস্ক এই বিলের বিরুদ্ধে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একে ‘জঘন্য’ ও ‘চাকরি ধ্বংসকারী’ বিল হিসেবে আখ্যা দিয়েছেন।
রাজস্ব রক্ষণশীল মহল
সিবিও-র হিসেব অনুযায়ী, সিনেট সংস্করণ এক দশকে জাতীয় ঋণ ৩.৩ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দেবে। হাউস সংস্করণেও ঋণ বৃদ্ধির পূর্বাভাস ২.৪ ট্রিলিয়ন ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ১২২ শতাংশ।
এই বিলটি পাস হলে এটি ট্রাম্পের অর্থনৈতিক নীতির একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।