USA

ট্রাম্পের কর ও ব্যয় বিল দেখে ‘হতাশ’ ইলন মাস্ক

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটির মাধ্যমে পাস হওয়া রিপাবলিকান ‘ব্যয় বিলের’ সমালোচনা করেছেন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি বলেছেন, অপচয়মূলক সরকারি ব্যয় কমাতে তিনি যে কাজ করছেন, এটি তার বিরুদ্ধে।

সিবিএস সানডে মর্নিং-এ প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন সরকারের অন্যতম উপদেষ্টা বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ হিসেবে পরিচিত এই বিলটি দেশের আর্থিক উন্নতিতে সাহায্য করবে না।

ইলন মাস্ক বলেন, ‘আমি, সত্যি বলতে, বিশাল ব্যয় বিল দেখে হতাশ হয়েছি। এটি বাজেট ঘাটতি কমায় না, বরং বৃদ্ধি করে এবং সরকারি দক্ষতা বিভাগের (DOGE) টিমের কাজকে দুর্বল করে তোলে।’

‘DOGE’ ঘোষণা করেছে, জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকে তারা করদাতাদের ১৭০ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে।

তবে এটি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে ধ্বংস করেছে এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। একটি পরামর্শদাতা সংস্থা অনুসারে, DOGE-এর পদক্ষেপগুলো প্রায় ২,৭৫,০০০ জন সরকারি লোককে ছাঁটাইয়ের জন্য দায়ী।

বিপরীতে, কংগ্রেসনাল বাজেট অফিসের মতে, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ আগামী ১০ বছরে ফেডারেল বাজেট ঘাটতি ৩.৮ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালে ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পথে রয়েছে, যেখানে জাতীয় ঋণ এখন ৩৬.২ ট্রিলিয়ন ডলার।

ইলন মাস্ক বলেন, ‘আমি মনে করি একটি বিল বড় হতে পারে অথবা সুন্দরও হতে পারে, কিন্তু আমি জানি না এটি দুটিই হতে পারে কি না।’

ট্রাম্পের নির্বাচনের পর থেকে মাস্ক হোয়াইট হাউসে ঘন ঘন উপস্থিত ছিলেন। কিন্তু বর্তমানে সেরকম কিছু দেখা যাচ্ছে না।

ইলন মাস্ক ‘DOGE’-এর কাজ স্থগিত করে বলেছেন, তিনি এখন নিজের কোম্পানিগুলো পরিচালনার ওপর মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন, যার মধ্যে রয়েছে ‘X’, ‘Tesla’ এবং ‘SpaceX’।

গত মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের সাথে এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন, ফেডারেল আমলাতন্ত্র ‘আমি যা বুঝতে পেরেছিলাম, তার চেয়ে অনেক খারাপ’।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto