ট্রাম্পের টার্গেট ত্রিপক্ষীয় বৈঠক

ট্রাম্প-পুতিন বৈঠকের পর ট্রাম্প-জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। বৈঠক নিয়ে সব পক্ষ থেকেই সন্তোষ প্রকাশ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকগুলোর মূল ফলাফলে বলা হয়েছে, এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক জরুরি। আর সেই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পেরও উপস্থিত থাকা দরকার। সর্বশেষ খবর অনুযায়ী, এ তিন নেতার বৈঠকের সম্ভাবনা নিয়েই এখন সংশ্লিষ্টরা ভাবছেন। সূত্র : বিবিসি, রয়টার্স, এএফপি
এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, পুতিন-জেলেনস্কির বৈঠকটি সুইজারল্যান্ডে হতে পারে। তিনি চান, ইউক্রেন ও রুশ নেতার বৈঠকটি একটি নিরপেক্ষ দেশে হোক, যেটা হবে সুইজারল্যান্ডের জেনেভা। বৈঠকে ইউরোপীয় নেতাদের উপস্থিতিও কামনা করেছেন ম্যাক্রোঁ। ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমরা দেখতে চাই কে কী করার জন্য প্রস্তুত। ম্যাক্রোঁ যোগ করেন, ইউক্রেন যা ন্যায্য ও ভালো মনে করবে- তাই ছাড় দেবে। তবে এ শান্তি চুক্তি আত্মসমর্পণ হবে না। অন্যথায় তা ইউক্রেন ও ইউরোপের জন্য ট্র্যাজেডি হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্র এবং অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার কাঠামো গড়ে তুলছে। তিনি বলেন, শান্তি চুক্তির পর এ নিশ্চয়তা কার্যকর হতে হবে, যাতে ইউক্রেন ভবিষ্যতের জন্য নিরাপদ বোধ করে। তবে এ ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই শান্তির জন্য কিছু আঞ্চলিক ছাড় দিতে হবে। সহজ নয়, ন্যায্য নাও হতে পারে। কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এটাই দরকার।