ট্রাম্পের নীতি উপেক্ষা করে ইউক্রেনের যুদ্ধে যোগ দিলেন মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি উপেক্ষা করে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন উইলিয়াম নামে ২৫ বছর বয়সী এক মার্কিন যুবক। মার্চ মাসে মার্কিন সেনাবাহিনীর সাথে তার চুক্তি শেষ হওয়ার কয়েকদিন পরই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইউক্রেনে এসেছেন তিনি।
তার মূল পরিকল্পনা ছিল গ্রীষ্মে ইউক্রেন যাওয়ার। কিন্তু ট্রাম্প ইউক্রেন নীতিতে নাটকীয় পরিবর্তন আনার সাথে সাথে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যাওয়ার প্রয়োজনীয়তা আরো জরুরি হয়ে পড়ে।
ইউক্রেন যাওয়ার একদিন আগে উইলিয়াম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘কিছুই না করে বসে থাকাটা হতাশাজনক, যখন আপনি জানেন যে আপনি কিছু করতে পারবেন।’
উইলিয়াম বলেন, ২০১৩-২০১৪ সালে কিয়েভে ইউরোমাইদান বিপ্লবের পর থেকেই তিনি দেশটির প্রতি আকৃষ্ট বোধ করেন। টেনেসির উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন রাশিয়াপন্থী, পশ্চিমা-বিরোধী শাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় বিদ্রোহ তাকে অনুপ্রাণিত করেছিল।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের সময়, বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেয়া অনেক মার্কিনীদের মধ্যে তিনিও একজন। পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ স্থগিত করে। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সাদৃশ্য ইউক্রেনের ভবিষ্যত নিয়ে সন্দেহ তৈরি করছে।
ইউক্রেনের সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক নিয়োগের সাথে জড়িত একজন আন্তর্জাতিক কর্মীর মতে, বিদেশী স্বেচ্ছাসেবক গ্রহণকারী সবচেয়ে অভিজাত ইউক্রেনীয় ইউনিটগুলোর মধ্যে একটি বিপুল পরিমাণে আবেদনপত্র পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছেন, ওভাল অফিসের বৈঠকের পরে কয়েক হাজার আবেদনপত্র এসেছে। তাদের অনেকেই মার্কিন নীতির পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন।
ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগ দেয়া আরেক মার্কিন যুবক রন বলেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথেই তিনি ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছিলেন। তিনি আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন।
৩৫ বছর বয়সী কলোরাডোর বাসিন্দা রন বলেন, ‘যুদ্ধে নামিয়ে ইউক্রেনকে একা ফেলে যুক্তরাষ্ট্রের প্রস্থান আমাকে আমার দেশের প্রতি লজ্জিত করে তুলেছে। এটি আমাকে ইউক্রেনে যুদ্ধে আসতে অনুপ্রাণিত করেছে।