USA

ট্রাম্পের শপথের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ মার্কিন বিশ্ববিদ্যালয়ের

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে অধ্যয়নরত সব আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীদের শীতকালীন ছুটি শেষ করে ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয়। 

সিএনবিসি, বিবিসিসহ একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। 

ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অভিবাসন নীতির কথা চিন্তা করেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। 

এমআইটি, ইয়েল, ওয়সলিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ভ্রমণ পরামর্শ দিয়েছে বলে বিবিসি জানিয়েছে। 

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মার্কিন ইতিহাসের বৃহত্তম বহিষ্কার অভিযান পরিচালনা করবেন তিনি। অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে সামরিক বাহিনীর সহায়তাও নেবেন। 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বহিষ্কারের তালিকায় থাকা অনিবন্ধিত অভিবাসীদের জন্য বড় ধরনের আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মার্কিন হায়ার এড ইমিগ্রেশন পোর্টালের বরাত দিয়ে বিবিসি জানায়, বর্তমানে দেশটিতে চার লাখেরও বেশি অনিবন্ধিত শিক্ষার্থী অবস্থান করছে। 

প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন মুসলিমপ্রধান কয়েকটি দেশসহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। তখন শিক্ষার্থী ভিসা কমিয়ে আনার প্রস্তাবও আনা হয়। 

এসব কারণে অভিবাসন ও ভিসা নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button