ট্রাম্পের সম্পত্তির একাংশ জব্দ হতে পারে
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে গেছে। রিপাবলিকান রাজনীতিতে তিনি যথেষ্ট সমর্থন পেলেও নিজের নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারছেন না। তার ওপর একাধিক মামলা নিয়ে আছেন বেশ বিপদে। নিউইয়র্কের এক মামলায় তাকে আগামী সোমবারের মধ্যে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে। খবর সিএনএনের।
আগামী সোমবারের মধ্যে আদালতে প্রায় ৪৫ কোটি ডলার অঙ্কের বন্ড পেশ করতে না পারলে তার ব্যাংক হিসাব ও সম্পত্তির একাংশ জব্দ করা হতে পারে। ফলে মরিয়া হয়ে সেই বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ করার চেষ্টা করছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, তার সন্তান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউইয়র্কের এক আদালত রায় দিয়েছেন। বছরের পর বছর ধরে সম্পদের প্রকৃত মূল্য গোপন করে তারা একাধিক ব্যাংক ও বিমা কোম্পানির সঙ্গে প্রতারণা করেছেন। ট্রাম্প সেই রায়ের বিরুদ্ধে লড়াই করলেও আপাতত তাকে জরিমানার গ্যারান্টি হিসেবে আগামী সোমবারের মধ্যে ৪৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের বন্ড জমা দিতে হবে।
এদিকে শেয়ারবাজারে নিবন্ধন পেয়েছে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল। এর মধ্য দিয়ে মামলা জর্জরিত সাবেক এই প্রেসিডেন্টের ৩০০ কোটি ডলারের বেশি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। তবে এটি তাকে এখনই স্বস্তি দিতে পারছে না। কারণ তিনি এই শেয়ার এখনই বেচতে পারবেন না। ফলে গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের আদালত যে ৪৬ কোটি ৬০ লাখ ডলার পরিশোধের আদেশ দিয়েছে, তাতে এই টাকার অঙ্ক থেকে অন্তত তিনি কোনো কিছু নিতে পারছেন না।