International
ট্রাম্পের সাথে বৈঠকের উপযুক্ত স্থান হতে পারে আরব আমিরাত : পুতিন

পুতিন বলেন, আমাদের অনেক বন্ধু রয়েছে, যারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে সাহায্য করতে আগ্রহী। আমাদের এমন একজন বন্ধু হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আসন্ন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাম প্রস্তাব করেছেন।
মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়ায় সফরত ইউএই প্রেসিডেন্ট মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের পাশে দাঁড়িয়ে পুতিন বলেন, আমাদের অনেক বন্ধু রয়েছে, যারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে সাহায্য করতে আগ্রহী। আমাদের এমন একজন বন্ধু হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।
পুতিন আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত এ ধরনের বৈঠকের জন্য যথেষ্ট উপযুক্ত স্থান হতে পারে।