ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশে কমলার চাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজের মেডিক্যাল রেকর্ডস বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন, যাতে দেখা যায় তার শারীরিক অবস্থা দুর্দান্ত এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম আছেন। এ তথ্য প্রকাশ করে কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ না করা এবং এ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দাবি করেছেন, তার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী মার্কিন জনগণকে জানাতে চান না যে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ফিট বা সক্ষম আছেন কী-না। খবর সিএনএনের।
এদিকে কোন ধরনের মেডিক্যাল রেকর্ডস বা স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ না করে সাবেক প্রেসিডেন্টের প্রচার দল ট্রাম্পের চিকিৎসককে উদ্ধৃত করে বলেছে, তিনি নিখুঁত এবং চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। ট্রাম্পের প্রচার দল বলেছে, রিপাবলিকান দলীয় প্রার্থীর অত্যন্ত ব্যস্ত এবং সক্রিয় প্রচার কর্মসূচি চলছে এবং তাদের দাবি কমলা হ্যারিসের প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দম বা স্ট্যামিনা নেই। মূলত হোয়াইট হাউস কমলা হ্যারিসের মেডিক্যাল রিপোর্ট প্রকাশের পর উভয় পক্ষ পরস্পরকে কথার বাক্যবাণে জর্জরিত করছে। হোয়াইট হাউসের ওই রিপোর্টে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্নেল ডা. জসুয়া সিমন্স, যিনি গত তিন বছর ধরে কমলা হ্যারিসের চিকিৎসক হিসেবে কাজ করছেন, তিনি লিখেছেন এপ্রিল মাসে তার স্বাস্থ্যের অবস্থা ছিল অসাধারণ এবং একই সঙ্গে যোগ করেন, তিনি স্বাস্থ্যসম্মত ও সক্রিয় জীবনযাপন করেন। মেডিক্যাল রেকর্ডস তিনি উল্লেখ করেছেন, তার (কমলা হ্যারিসের) পরিবারের কোলন ক্যান্সার ও অ্যালার্জিতে ভোগার ইতিহাস আছে।