USA

ট্রুথ সোশ্যালের প্রধান নুনেজকে গোয়েন্দা পরামর্শক বোর্ডের চেয়ারম্যান করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের গোয়েন্দা পরামর্শক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন ডেভিন নুনেজ। স্থানীয় সময় গতকাল শনিবার এই পদের জন্য ট্রাম্প তাঁকে মনোনীত করেছেন। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের প্রধানের দায়িত্বে রয়েছেন নুনেজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত তিনি।

রিপাবলিকান নেতা ডেভিন নুনেজ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য। ট্রাম্পের প্রথম মেয়াদে কংগ্রেসের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ট্রাম্প গতকাল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নুনেজকে এই পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়ে জানান, নতুন পদের পাশাপাশি ট্রুথ সোশ্যালের প্রধান হিসেবেও দায়িত্ব চালিয়ে যাবেন নুনেজ।

ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের একজন কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নুনেজ এর তীব্র নিন্দা জানিয়ে তখন এফবিআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন।

২০১৮ সালে কংগ্রেসের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান থাকাকালে নুনেজ একটি বিতর্কিত মেমোতে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই ষড়যন্ত্রে লিপ্ত। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সেই সময় তদন্ত করছিল এফবিআই।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্টস ইন্টেলিজেন্স অ্যাডভাইজারি বোর্ড (পিআইএবি) গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য বিশ্লেষণ করে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়া এই বোর্ডের অন্যতম দায়িত্ব। ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে সম্পৃক্ত নন, এমন বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই বোর্ড গঠন করা হচ্ছে’ বলে জানিয়েছেন ট্রাম্প।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button