ডাকসুতে জামায়াতের এত ভোট কোত্থেকে এলো

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ডাকসু ইলেকশন হয়েছে। ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে এলো। আমার তো হিসাবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে, কারচুপি করেছে। আমি বলতে চাই, দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি।
গতকাল বিকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার আমাদের বলেন, ভাই, খেয়াল রাইখেন, আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে। আওয়ামী লীগ ঠেকান সবসময়, আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে।’ এটা তাদের (জামায়াত) ডায়ালগ। আমরা ঠিকভাবেই চললাম। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিলো। মির্জা আব্বাস বলেন, বিএনপি’র বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ, বিএনপি একটিমাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান-মাল নিরাপদ। আপনি বলতে পারেন, হ্যাঁ, পাঁচই আগস্টের পরে তো বিএনপি’র লোকেরা অনেক অত্যাচার করেছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু কথাটা সঠিক নয়।
বিএনপি’র সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। আবার জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপি’র ওপর আসছে। আর বিএনপি’র ছেলেরা, তারা কিছুই বোঝে না সেটা আমি বলবো না। তারা বোঝে, তারা এ লোভ সামাল দিতে পারেনি হয়তো।
তিনি বলেন, ‘আমি আজ বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ নিজেকে সামাল না দেন, এখনো যদি কেউ নিজেকে ঠিক না করেন, তাহলে যদি খবর আসে, ইনশাআল্লাহ্ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মনে রাখতে হবে, বিএনপি স্বাধীনতার ঘোষক শঈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। মনে রাখতে হবে, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। মনে রাখতে হবে, এদেশে এখন বিএনপি’র নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। সুতরাং এখানে চাঁদাবাজের কোনো জায়গা নেই। এখানে দখলদারের কোনো জায়গা নেই। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিএনপি নেতা একরামুল করিম ও আবুল হাসেম বক্কর বক্তব্য রাখেন।