International
ডোমিনিকান প্রজাতন্ত্রে মদের দোকানে ট্রাক বিধ্বস্ত, নিহত অন্তত ৯
ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ উপকূলে রবিবার একটি কার্গো ট্রাক মদের দোকানে বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপি বলেছে, রাজধানী সান্টো ডোমিঙ্গো থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ছোট শহর আজুয়াতে স্থানীয় রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ জানিয়ে নাম না প্রকাশের শর্তে পুলিশের একটি সূত্র এএফপিকে বলেছেন, ‘হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা হচ্ছে। বিভিন্ন হাসপাতালে গণনা করা হচ্ছে।’
এ ছাড়া স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।