International
ড্রাগন নৌকা উৎসব উপলক্ষ্যে চীনের রেলপথে ৭.৪ কোটি যাত্রী যাতায়াত করবে
চীনের জাতীয় রেলপথ গ্রুপ সূত্রে জানা গেছে, ৫দিন ব্যাপী ‘ড্রাগন নৌকা উৎসবের ছুটির পরিবহন’ শুক্রবার থেকে শুরু হয়েছে।
৭ থেকে ১১ জুন পর্যন্ত, দেশব্যাপী ট্রেনে যাতায়াত করবে ৭ কোটি ৪০ লাখ মানুষ। প্রতিদিনে গড়ে ট্রেনযাত্রীর সংখ্যা হবে ১ কোটি ৪৮ লাখ।
জানা গেছে, শনিবার যাত্রীসংখ্যা হবে সর্বোচ্চ। এদিন ১ কোটি ৭০ লাখ মানুষ যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনে ১১,৫০০টি ট্রেন সচল থাকবে। সবার সুষ্ঠুভাবে ভ্রমণ নিশ্চিত করতে গ্রুপটি ব্যবস্থা নিচ্ছে।