তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

কয়েক বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই মামলা করে। গত সপ্তাহ থেকে খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরোধ চরমে উঠেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যপূর্ণ উদ্যোগ কমিয়ে আনতে এবং সেখানে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করার কথা বলে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সম্প্রতি তাদের দাবিদাওয়ার এক তালিকা পাঠিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দাবি প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প প্রশাসন কর্নেল বিশ্ববিদ্যালয়ের ১০০ কোটি ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ৫১ কোটি ডলারের তহবিলও বাতিল করেছে। আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে ৪০ কোটি ডলারের তহবিল স্থগিত করার হুমকি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের কিছু দাবি মেনে নিতে রাজি হয়েছে। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘিরেই যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ গড়ে উঠেছিল।
এই প্রত্যাখ্যানের জেরে প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি (২ দশমিক ২ বিলিয়ন) ডলারের তহবিল স্থগিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের করছাড় সুবিধা বাতিল করার হুমকি দেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের একটি চিঠিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম গারবার বলেছেন, ‘সরকারের উচ্চাকাঙ্ক্ষার পরিণতি হবে ব্যাপক ও দীর্ঘমেয়াদি।’
হার্ভার্ডের প্রেসিডেন্ট আরও বলেন, তহবিল স্থগিত করার কারণে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, যার মধ্যে শিশুদের ক্যানসার, আলঝেইমার ও পারকিনসন্স রোগ নিয়ে গবেষণাও অন্তর্ভুক্ত।
মামলায় হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে, গত কয়েক সপ্তাহে কেন্দ্রীয় সরকার এসব অমূল্য গবেষণাকে সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তহবিলের ওপর ব্যাপকভাবে আক্রমণ শুরু করেছে।
তহবিল স্থগিত করা ছাড়াও ট্রাম্প প্রশাসন কয়েক দিন আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তির অনুমতি বাতিল করার হুমকি দিয়েছে।
সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি টাস্কফোর্স ক্যাম্পাসে ইহুদি ও মুসলিমবিদ্বেষ পরিস্থিতি নিয়ে কাজ করছে এবং শিগগিরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে।
অ্যালান এম গারবার, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করা মামলা নিয়ে এখনো হোয়াইট হাউস থেকে কোনো মন্তব্য করা হয়নি।
হার্ভার্ডের প্রেসিডেন্ট গারবার নিজে একজন ইহুদি। তিনি স্বীকার করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ নিয়ে কিছু সমস্যা আছে।
তবে গারবার এটাও বলেছেন, ওই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে তিনি টাস্কফোর্স গঠন করেছেন। বিশ্ববিদ্যালয়ের দুটি টাস্কফোর্স ক্যাম্পাসে ইহুদি ও মুসলিমবিদ্বেষ পরিস্থিতি নিয়ে কাজ করছে এবং শিগগিরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করবে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার
তবে ম্যাসাচুসেটসে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি একমাত্র প্রতিষ্ঠান নয়, যাদের ফেডারেল তহবিল স্থগিত হয়েছে। বরং আইভি লিগের (যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নামকরা আট বেসরকারি বিশ্ববিদ্যালয়) অন্যান্য প্রতিষ্ঠানও ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ট্রাম্প প্রশাসন যেসব দাবি জানিয়েছে, সেসবের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির তথ্য নিরীক্ষার জন্য সরকারের নিরীক্ষক দলকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টিও রয়েছে।
ট্রাম্প প্রশাসন কর্নেল বিশ্ববিদ্যালয়ের ১০০ কোটি ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ৫১ কোটি ডলারের তহবিলও বাতিল করেছে। আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে ৪০ কোটি ডলারের তহবিল স্থগিত করার হুমকি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের কিছু দাবি মেনে নিতে রাজি হয়েছে। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘিরেই যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ গড়ে উঠেছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ট্রাম্প প্রশাসন যেসব দাবি জানিয়েছে, সেসবের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির তথ্য নিরীক্ষার জন্য সরকারের নিরীক্ষক দলকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টিও রয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবির জবাবে ১৪ এপ্রিল হার্ভার্ডের আইনজীবীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা সমর্পণ করবে না বা সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সমর্থন করেছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।