Trending
তাকলিমাকান মরুর জন্মকথা
চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলিমাকান মরুভূমির কাঠামো সুদূর অতীতে একইরকম ছিল না। প্রায় তিন লাখ বছর আগে এটি নিজস্ব আকার নিতে শুরু করে। এ প্রক্রিয়ার শুরু হয় প্রায় ১৮ লাখ বছর আগে। সম্প্রতি চীনা বিজ্ঞানীদের একটি গবেষণায় বেরিয়ে এলো এসব তথ্য। গবেষণায় আরো জানা গেল, তাকলিমাকান মরুভূমিটি ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাদাইন জারান এবং টেঙ্গার মরুভূমির চেয়েও পুরোনো। ওই দুই মরুভূমির বয়স ১১ লাখ ও ৯ লাখ বছর। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের তিব্বত মালভূমি গবেষণা ইনস্টিটিউটের শিক্ষাবিদ ওয়াং সিন এবং চেন ফাহুর নেতৃত্বে গবেষণা দল, তাকলিমাকানের ২০০ মিটার খুঁড়ে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ ফলাফল জানালেন। তাকলিমাকান মরুভূমি চীনের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলমান মরুভূমি।