International
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়
যুক্তরাষ্ট্রে আটক এক আফগান যোদ্ধার মুক্তির বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান সরকার। কাতারের মধ্যস্থতায় হয়েছে এই বন্দিবিনিময় চুক্তি।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ২০ বছর আগে গ্রেপ্তার হওয়া আফগান যোদ্ধা খান মোহাম্মদকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশেও ফিরে এসেছেন তিনি।
অন্যদিকে মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক রায়ান করবেট ও উইলিয়াম ম্যাককেন্টিও যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ২০২২ সালে ব্যবসায়িক কাজে আফগানিস্তানে এসে তালেবানের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রায়ান। তবে ম্যাককেন্টির বিষয়ে বিস্তারিত জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। গত বছর বন্দিবিনিময় নিয়ে আলোচনা নিশ্চিত হলেও ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।