Bangladesh

তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ প্রেসিডেন্টের কাছে : তদন্তের অপেক্ষায় জুডিশিয়াল কাউন্সিল

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বঙ্গভবনে। অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট এ অভিযোগ জমা পড়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের দফতরে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অভিযোগগুলো পাঠান। মহামান্য প্রেসিডেন্টের অনুমতি পেলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তিন বিচারপতি হলেন, সালমা মাসুদ চৌধুরী, একেএম জহুরুল হক এবং কাজী রেজাউল হক। তাদেরকে প্রায় তিন বছর ধরে কোনো বিচারিক বেঞ্চ দেয়া হচ্ছে না। এক প্রকার ওএসডি করে রাখা হয়েছে।
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর এরই মধ্যে দুই দফায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করেছেন প্রধান বিচারপতি।

এ ছাড়া আরও ১২ বিচারপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে কোনো কিছু পেলেই তা পাঠানো হচ্ছে প্রেসিডেন্টের কাছে।
দুর্নীতি-স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ ওঠা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে গত ১৬ অক্টোবর চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ওইদিনই আরও বিচারপতিকে ছুটিতে পাঠানোর দাবি তুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
এর আগে ২০১৯ সালের আগস্টে হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে রায় উল্টে দেয়ার অভিযোগ উঠেছিল। সেসময় অনিয়মের অভিযোগ ওঠে আরও একজনের বিরুদ্ধেও। মোট সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫ জনে। প্রসঙ্গত: সংবিধানের ষোড়শ সংশোধনীর কারণে বিচারপতিদের দুর্নীতি নিষ্পত্তিতে এতদিন ধীর গতি ছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button