Science & Tech

তিন ভাঁজ করা যায় এমন ফোন আনছে স্যামসাং

গত বছরের সেপ্টেম্বরে বিশ্বে প্রথমবারের মতো তিন ভাঁজের স্মার্টফোন ‘মেট এক্সটি’ এনে প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দিয়েছিল চীনের টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংও হুয়াওয়ের আদলে তিন ভাঁজ করা স্মার্টফোন আনতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিসা জার্নাল। তবে প্রতিবেদনের সঙ্গে ফোনটির ছবি বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার সাপ্তাহিক ম্যাগাজিনটি।

সিসা জার্নালের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন ভাঁজের স্মার্টফোন উন্মুক্ত করতে পারে স্যামসাং। তবে শুরুতে তিন লাখেরও কম তিন ভাঁজের স্মার্টফোন তৈরি করা হবে। ফলে ফোনটি সারা বিশ্বে একযোগে বাজারজাত হওয়ার সম্ভাবনা বেশ কম। নতুন নকশা এবং উন্নত ভাঁজ প্রযুক্তির কারণে ফোনটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

সম্পূর্ণ খোলা অবস্থায় ফোনটির পর্দার আকার হবে ১২ দশমিক ৪ ইঞ্চি। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে ফোনটি। প্রয়োজন শেষ ভাঁজ বন্ধ করে সাধারণ ফোনের মতো ব্যবহার করা যাবে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের মতো নতুন এই ফোনেও আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা যুক্ত থাকবে না। উৎপাদন সীমিত ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে স্যামসাংয়ের এ ফোনটি প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইস হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button