International

দক্ষিণ আফ্রিকায় ‘আনপ্রেডিক্টেবল’ নির্বাচন বুধবার

বুধবার দক্ষিণ আফ্রিকায় নির্বাচন। গণতান্ত্রিক শাসনের ৩০ বছরের এই নির্বাচনকে বলা হচ্ছে এ সময়ের মধ্যে সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল’ নির্বাচন। কারণ, কেউই নিশ্চিত নন কি হতে যাচ্ছে সেখানে। 

নির্বাচনী ব্যালটে সবচেয়ে বড় ইস্যুর মধ্যে আছে বেকারত্ব, অপরাধ এবং বিদ্যুতের সঙ্কট।   গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। এর ফলে দেশটিতে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে পারে জোট সরকার। ভোটারদের মধ্যে যখন অসন্তোষ তীব্র তখন ডেমোক্রেটিক এলায়েন্স (ডিএ), ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) এবং নতুন ‘উমখোন্টো উই সিজওয়ে’র (এমকে) মতো বিরোধী দলগুলো অনলাইন প্রচারণায় কড়া চাপ সৃষ্টি করেছে এনএনসির ওপর। তারা দেশজুড়ে র‌্যালি করেছে। সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে।

এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তরুণ ও যুব শ্রেণির ভোটার। তারা দক্ষিণ আফ্রিকার অতীতের বর্ণবাদ দেখেনি। অন্যদিকে এর সঙ্গে যুক্ত এনএনসির ইতিহাস। 

এদিন দেশটির ৯টি প্রদেশে ভোটগ্রহণ হবে। এতে ভোটাররা জাতীয় ও প্রাদেশিক সরকার গঠনের জন্য ভোট দেবেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button