USA

দফতরের প্রধান হবেন কমলা হ্যারিস, ঘোষণা বাইডেনের: যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে নতুন দফতর হচ্ছে

যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি দফতর খোলার ঘোষণা দিয়েছেন তেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এই দফতরের প্রধান হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

গত কয়েক বছরে বন্দুক হামলায় নিহতদের স্মরণে শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন এক স্বরণসভার আয়োজন করা হয়। সেখানে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও বন্দুক সহিংসতায় নিহতদের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বাইডেন বলেন, ‘ঝড়ের মতো বাড়তে থাকা বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্র ছারখার হয়ে যাচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে আমার নেতৃত্বাধীন প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ ‘এই প্রচেষ্টার ধারাবাহিকতায় শিগগিরই একটি নতুন দফতর খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যেটির কাজ হবে এ সহিংসতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন সেই দফতরের প্রধান।’

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার বক্তব্যে বলেন, ‘এক্ষেত্রে নষ্ট করার মতো সময় কিংবা জীবন— কোনোটাই আমাদের হাতে নেই। কারণ, প্রকৃত স্বাধীনতার সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button