Bangladesh

দিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত টু প্লাস টু বৈঠক স্থান পায়নি বাংলাদেশ প্রসঙ্গ

ভারত ও আমেরিকার মন্ত্রী পর্যায়ে বৈঠক গতকাল অনুষ্ঠিত হল দিল্লিতে। পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা পারস্পরিক আলোচনায় বসেন। মূলত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ নানা ক্ষেত্রে তারা এ আলোচনা করেন। ইন্দো প্যাসিফিক রিজিয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ।
সাম্প্রতিক সময়ে একাধিক ক্ষেত্রে ভূ-রাজনৈতিক সমস্যা মাথা চাড়া দিয়েছে। তার মধ্যে অন্যতম হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরাইল-হামাস যুদ্ধ। পরপর এ ঘটনার জেরে অত্যন্ত উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ভারতের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে আমেরিকার তরফে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত যৌথ বিবরণীতে যেসব বিষয় স্থান পায় সেগুলো হচ্ছে- প্রধান প্রতিরক্ষা অংশীদারিত্বকে শক্তিশালী করা, সন্ত্রাস দমন এবং আইন প্রয়োগকারী সহযোগিতা জোরদার, নির্মাণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশীদারিত্ব, স্বাস্থ্য এবং বাণিজ্য ডায়ালগ প্রসারিত করা, মানুষে মানুষে বন্ধন জোরদার, তালেবানদের প্রতি তাদের প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান এবং বহুপাক্ষিক কূটনীতি ও সংযোগ।

বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় প্রাধান্য পাবে বলে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে চাউর হলেও যৌথ বিবৃতির কোথাও বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা উল্লেখ করা হয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button