Hot

দীর্ঘ হচ্ছে লাশের সারি কমছে না ডেঙ্গু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে আরও ১ হাজার ৩৩৭ জন ভর্তি হয়েছেন, এ সময় মারা গেছেন পাঁচজন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৯৩ জন, মারা গেছেন ৩৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫১, ঢাকা উত্তর সিটিতে ২৫৭ এবং দক্ষিণ সিটিতে ১৭২ জন, খুলনা বিভাগে ১৩৯, রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৪৮, রংপুর বিভাগে ৩৩ এবং সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলে ৭২ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা দুজন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button