International

দুই বছরে ইসরায়েলের ৮৯১ সেনা নিহত

যুদ্ধে ২ বছরে একাধিক ফ্রন্টে ইসরায়েলের ৮৯১ সেনা নিহত হয়েছেন। একই সময় ৩৮ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া যুদ্ধে ৫ হাজার ৫০০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর জেরুজালেম পোস্টের

ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার জানায়, ২০২৩-২৪ সালের যুদ্ধে তাদের ৮৯১ সেনা নিহত হয়েছেন। প্রায় ৫৫৮ জন সেনা ২০২৩ সালে আর ২০২৪ সালে ৩৬৩ সেনা নিহত হয়েছেন।

২০২৩ সালে নিহত ৫৫৮ সেনার মধ্যে ৫১২ জন লড়াই এবং অভিযানের সময়, ৩ জন স্থানীয় সন্ত্রাসী হামলায়, ১০ জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর ১১ জন আত্মহত্যা করেছেন। ২০২৪ সালে নিহত ৩৬৩ সেনার মধ্যে ২৯৫ জন লড়াই এবং অভিযানের সময়, ১১ জন স্থানীয় সন্ত্রাসী হামলায়, ১৩ জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর ২১ জন আত্মহত্যা করেছেন।

৮৯১ সেনার মধ্যে গত বছর গাজায় ৩৯০ জন নিহত হন। আগের বছর প্রাণ হারান ৩২৯ জন, যাঁদের মধ্যে ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত সেনারাও রয়েছেন। বাকি সেনারা নিহত হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চল, লেবানন ও পশ্চিম তীরে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button