USA

দোদুল্যমান অঙ্গরাজ্যে এগিয়ে ট্রাম্প, নিউইয়র্কে আগাম ভোটগ্রহণ শুরু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী ভোটার থাকায় অন্য ভাষার পাশাপাশি ব্যালট পেপার ও ভোট কেন্দ্রের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলায়। রবিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আগাম ভোট চলে। কোথাও কোথাও দেখা যায় দীর্ঘ লাইন। সবশেষ জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগান, উইসকনসিস ও পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। যা ডেমোক্র্যাট শিবিরে দুশ্চিন্তার বড় কারণ। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশী বসবাস করেন নিউইয়র্কে। তাই এখানকার ব্যালটও ছিল বাংলায়। ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশনায় স্থান পেয়েছে বাংলা ভাষা। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে আগাম ভোট। এদিকে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক শহর এখন রিপাবলিকানদের পদচারণায় মুখর। স্থানীয় সময় রবিবার ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশের ডাক দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের শহর নিউইয়র্ক।

তবে বিগত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছেড়ে তিনি বসবাস শুরু করেন ফ্লোরিডায়। পাল্টাপাল্টি মন্তব্য আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে নিজ নিজ প্রচারে ব্যস্ত সময় পার করেছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। কেন না কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটার অধ্যুষিত এ রাজ্যেগুলোতে এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। 
অন্যদিকে ভোটের রাজনীতিতে মুসলিমদের জুমার নামাজে শামিল হয়ে ভোট চাইলেন ক্যালিফোর্নিয়ার এক কংগ্রেসম্যান প্রার্থী ডেভিড কিম। লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টারে শুক্রবারের জুমার নামাজে মুসলিম ভোটারদের সমর্থন চান ডেমোক্র্যাট নেতা। এ সময় তিনি জয়ী হলে মুসলিম তথা বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার আশ্বাস দেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button