দোদুল্যমান রাজ্য জর্জিয়ায় আগাম ভোট শুরু
রিপাবলিকান প্রার্থীকে ‘লাগামহীন’ ও ‘অস্থির’ বললেন কমলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ২১ দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। কয়েকটি রাজ্যে গত মাসেই আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এ সপ্তাহে আগাম ভোট হচ্ছে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য জর্জিয়ায়। আর নর্থ ক্যারোলাইনায় ভোট গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার। দোদুল্যমান এই রাজ্যগুলোর ভোটই নির্ধারণ করে দিতে পারে একজন প্রার্থীর জয়-পরাজয়।
সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যের একটি জর্জিয়া। সেখানে মঙ্গলবার সকালে ভোটাররা সশরীরে ভোট দেওয়া শুরু করেছেন। তারা ব্যালটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন সে সিদ্ধান্ত জানাবেন। তাছাড়া, রাজ্য এবং স্থানীয় নির্বাচনী প্রতিযোগিতার ক্ষেত্রে ভোটাররা তাদের রায় দেবেন।
প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। উভয় দলের প্রার্থীরাই তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ইসরায়েলকে সমর্থন করায় ট্রাম্প-কমলা কাউকেই ভোট না দেওয়ার ঘোষণা আরব আমেরিকান কমিটির।
এদিকে ট্রাম্পকে ‘লাগামহীন’ ও ‘অস্থির’ বলে অভিহিত করলেন কমলা । যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুঁশিয়ারি দিয়ে কমলা জানান, ট্রাম্প ‘স্বেচ্ছাচারী’ ক্ষমতার পেছনে ছুটছেন। দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় সপ্তাহান্ত শেষে আয়োজিত এক জনসভায় কমলা বলেন, তাঁর (ট্রাম্পের) সমাবেশগুলো দেখুন। তাঁর কথাগুলো শুনুন। তাঁর কথা থেকে বোঝা যায় কেমন মানুষ তিনি, আবারও নির্বাচিত হলে কী কী করবেন তিনি। কমলা জানান, ট্রাম্পের কর্তৃত্বপরায়ণ বক্তব্যগুলো উদ্বেগের মাত্রা ছাড়িয়েছে এবং তাঁর সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ উগ্রবাদের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এই পডকাস্টে সাক্ষাৎকার দিতে পারেন কমলা।
অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের জন্য চাপ দিচ্ছেন তাঁর আইনজীবীরা। সোমবার ম্যানহাটন-ভিত্তিক দ্বিতীয় ইউএস সার্কিট কোর্ট অব আপিলসে একটি সংক্ষিপ্ত আবেদন জমা দিয়েছেন তাঁর আইনজীবীরা। ওই মামলায় ইতোমধ্যেই নিউইয়র্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে বলে ইরান সরকারকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।