দোনেৎস্ক ও কুর্স্ক অঞ্চলে সামনে এগোচ্ছে রুশ সেনারা, সংঘাত পর্যবেক্ষকদের রিপোর্ট
এছাড়া, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গত ১৮ নভেম্বরে মালায়া-লোকনিয়া এবং উত্তরের সুদজায় অগ্রসর হয়েছে রুশ সেনারা। এসব অঞ্চল ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করছে তারা।
যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা – ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং অনলাইনের উন্মুক্ত উৎসের তথ্যের ভিত্তিতে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির হালনাগাদ ম্যাপ তৈরিকারী ‘ডিপ স্টেট’ নিশ্চিত করেছে যে, রাশিয়ার কুর্স্ক ও ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধ তীব্রতা লাভ করেছে। এ দুটি অঞ্চলে একাধিক ফ্রন্টে তুমুল সংঘাত হচ্ছে, এরমধ্যেই এগিয়ে চলেছে রুশ সেনাবাহিনী।
মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আইএসডব্লিউ জানিয়েছে, গত ১৮ নভেম্বর পর্যন্ত দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ অভিযান অব্যাহত রেখেছিল রুশ সেনারা। প্রচণ্ড লড়াইয়ের পর তারা সিভেরস্ক, পোকরোভস্ক ও ভুলেদারের দিকে এগোচ্ছে।
১৭-১৮ নভেম্বরের জিও-লোকেশন বা স্যাটেলাইটের মাধ্যমে ঘটনার স্থান শনাক্ত করা ভিডিও ফুটেজ অনুযায়ী, দোনেৎস্কের দক্ষিণের লুহানস্ক অঞ্চলের বিলোহারিভকা, উত্তরপূর্বের সিলেদোভ এবং দক্ষিণে ত্রুদোভের দিকে রুশ সেনাদের গতিবিধি দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পোকরোভস্কের কাছে নভোলেকশিভকা দখলের দাবি করেছে। তবে এর আগে গত ৭ নভেম্বরেই এলাকাটি রাশিয়ার দখলে চলে যায় বলে মনে করেছিল আইএসডব্লিউ।
আইএসডব্লিউ জানায়, ভুলেদারের দিকে রুশ সেনারা দালনে এবং দক্ষিণপশ্চিমে কস্তিয়ানপলস্কের কাছে অগ্রসর হয়েছে। জিও-লোকেট করা ফুটেজে এখানকার গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রুশ সেনা প্ল্যাটুনগুলোকে অভিযান চালাতে দেখা গেছে।
এছাড়া, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গত ১৮ নভেম্বরে মালায়া-লোকনিয়া এবং উত্তরের সুদজায় অগ্রসর হয়েছে রুশ সেনারা। এসব অঞ্চল ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করছে তারা।
যুদ্ধের মানচিত্র প্রস্তুতকারক ইউক্রেনীয় সংস্থা- ‘ডিপ স্টেট’-ও একাধিক অবস্থানে রুশ সেনাদের অগ্রগতির তথ্য জানিয়েছে। এই সংস্থার মানচিত্রের বরাত দিয়ে অন্তত ৮টি স্থানে এধরনের অগ্রগতির কথা জানিয়েছে আইএসডব্লিউ। এরমধ্যে দোনেৎস্কে যেসব স্থানে রুশ সেনারা এগিয়েছে, সেগুলো হলো- কালনিভকা, তোরেৎস্ক, কুরাখোভ, বেরেৎস্কি, চাসিভ ইয়ারের নিকটে এবং রোজদালিতে। আর কুর্স্ক অঞ্চলের পোগরেভকির কাছেও অগ্রগতি করতে পেরেছে রুশ সেনারা।