দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি হাত থেকে পড়ে গেলেও ভাঙে না এই ফোন
দেশের বাজারে ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি-সুবিধার নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৩এক্স’ মডেলের ফোনটিতে শক রেজিস্ট্যান্স–সুবিধা থাকায় দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙে না। শুধু তা-ই নয়, পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না ফোনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
৬ দশমিক ৬৭ ইঞ্চি পর্দার ফোনটির সামনে পেছনে ৫ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। ৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯০ টাকা। দুই বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে ফোনটিতে।
ফোনটির পর্দায় এক হাজার নিটসের ব্রাইটনেস সুবিধা থাকায় সরাসরি সূর্যালোকের মধ্যেও লেখা স্পষ্টভাবে পড়া যায়। শুধু তাই নয়, চোখের ওপর বাড়তি চাপ না পড়ায় স্বাচ্ছন্দ্যে ছবি বা ভিডিও দেখা সম্ভব