International

দ. কোরিয়ায় ময়লাভর্তি ৬০০ বেলুন পাঠাল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে আবারো ময়লাভর্তি ৬০০টি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রবিবার (২ জুন) দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা প্রায় ৬০০টি বেলুন সীমান্ত এলাকায় উড়তে দেখেছে। যেগুলো পরবর্তীতে শনিবার রাত ৮টা থেকে রাজধানী সিউল এবং পাশের জিওঙ্গি প্রদেশে পড়েছে। এসব বেলুন বিভিন্ন ধরনের ময়লায় ঠাসা। যার মধ্যে রয়েছে সিগারেটের ফেলে দেওয়া অংশ, কাগজ এবং প্লাস্টিকের ব্যাগ।

এর আগে গত মঙ্গল ও বুধবার উত্তর কোরিয়া এমন ২৬০টি বেলুন পাঠিয়েছিল। সেগুলোতে মলসহ বিভিন্ন ময়লা ছিল।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অধিকারকর্মীরা বেলুনে করে উত্তর কোরিয়ায় সরকার বিরোধী লিফলেট, গান, নিষিদ্ধ খাবার এবং নগদ অর্থ পাঠান। উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছিল, যদি অধিকারকর্মীরা এসব বন্ধ না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা পাঠিয়েছে ময়লাভর্তি বেলুন।

এসব বেলুন স্পর্শ না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দক্ষিণের সেনাবাহিনী। এছাড়া এমন বেলুন দেখতে পেলে সেনাবাহিনী বা পুলিশকে অবহিত করতে বলা হয়েছে। কারণ এগুলোর ভেতর ঝুকিপূর্ণ বস্তু থাকতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় তারা একটি সার্বক্ষণিক জরুরি কেন্দ্র পরিচালনা করবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button