Uncategorized

‘দ. কোরিয়ার ‘ক্রিপ্টোকিং’ ডুকুওনের চার মাসের কারাদণ্ড’

ফেব্রুয়ারিতেকুওনওতারকোম্পানিটেরাফর্মল্যাবসেরবিরুদ্ধে ‘কয়েকশকোটিডলারেরক্রিপ্টোসম্পদজালিয়াতির’ অভিযোগতোলেনমার্কিননিয়ন্ত্রকরা।

ক্রিপ্টোমুদ্রা ‘টেরাইউএসডি’ ও ‘লুনা’ ধসের পেছনে থাকা ক্রিপ্টো বস ডু কুওনকে চার মাসের কারাদণ্ড দিয়েছে মন্টেনেগ্রোর আদালত।

মামলায় দাপ্তরিক কাগজপত্র জাল করার অভিযোগে দোষী সাব্যস্ত হন কুওন।

মার্চে মন্টেনেগ্রর রাজধানী পাদগোরিৎচা বিমানবন্দর থেকে দুবাইয়ের ফ্লাইট ধরার সময় গ্রেপ্তার হন তিনি।

গত বছর দুটি ক্রিপ্টো ডিজিটাল টোকেন ধস নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় মামলার মুখে পড়েন কুওন।

একই অভিযোগে কুওনের কোম্পানি ‘টেরাফর্ম ল্যাবস’-এর সাবেক অর্থ কর্মকর্তা হান চাং-জুনকেও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মে মাসে মামলার প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেছিলেন দুজনেই।

এরইমধ্যে মার্চে গ্রেপ্তারের পর থেকে মামলার রায় পর্যন্ত দুজনের জেলে কাটানো সময় বাদ যাবে বলে জানিয়েছে আদালত।

আদালত থেকে লিখিত রায় পাওয়ার আট দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

ফেব্রুয়ারিতে কুওন ও তার কোম্পানি টেরাফর্ম ল্যাবসের বিরুদ্ধে ‘কয়েকশ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জালিয়াতির’ অভিযোগ তোলেন মার্কিন নিয়ন্ত্রকরা।

“আমাদের অভিযোগ, টেরাফর্ম ও ডু কুওন ক্রিপ্টো সম্পদের নিরাপত্তা সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের যথাযথভাবে জানাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে, লুনা ও টেরাইউএসডি’র বেলায়।” –এক বিবৃতিতে বলেন মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র চেয়ারম্যান গ্যারি জেনসলার।

গত বছর কুওন’সহ মামলায় নাম ওঠা পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ.কোরিয়ার আদালত।

যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে মন্টেনেগ্রোর কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।

২০২২ সালের মে মাসে ক্রিপ্টোমুদ্রা টেরাইউএসডি ও লুনা টোকেনের ধস গোটা ক্রিপ্টো বাজারকেই নাড়িয়ে দিয়েছিল |

যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে মন্টেনেগ্রোর কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।

<img alt="

ছবি: রয়টার্স

” src=”https://lh6.googleusercontent.com/8WeODXOz4_G1hSPjTYXDB9jgfOzVTPtdXz6cm2Zcs0f28t9ar7wPzFQ-bWRuwVY5QdFYWpMQdluveCXJidoWvZxUAb0A1LHfIOr6BF1JYynhXUocEIKjNwHBRQHIuY4QomnG7Z7wOEIOl0DzoM79vg” width=”288″ height=”162″>

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button