Uncategorized

নকিয়ার এই ফোনটি ব্যবহারকারী নিজেই সারাই করতে পারবেন

জি৪২ফোনকেনির্মাতাএইচএমডিগ্লোবালবলছেতাদের ‘কুইকফিক্স’ লাইনআপেরঅংশ।এরসারাইসুবিধাএবছরেরশুরুতেবাজারেআসাজি২২-এরমতোই, তবেএতে৫জিসংযোগরয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নতুন অ্যান্ড্রয়েড ফোনের খবর দিল নকিয়া। নির্মাতার দাবি ফোনের যন্ত্রাংশ বদলানো বা সারাইয়ের কাজটি ব্যবহারকারী নিজেই করতে পারবেন।

নতুন জি৪২ অ্যান্ড্রয়েড ফোনকে নির্মাতা এইচএমডি গ্লোবাল বলছে তাদের ‘কুইকফিক্স’ লাইনআপের অংশ। এর সারাই সুবিধা এ বছরের শুরুতে বাজারে আসা জি২২-এর মতোই, তবে এতে ৫জি সংযোগ রয়েছে।

আগের ফোনটি ছিল ৪জি সক্ষমতার।

সকাধারণত মোবাইল ফোনের যে অংশগুলোয় আঢ়াত বেশি লাগে বা ক্ষতিগ্রস্ত হয় সেগুলোতেই মনোযোগ দিয়েছে এইচএমডি গ্লোবাল। এর মধ্যে রয়েছে ডিসপ্লে ফেঁটে যাওয়া, ব্যাটারি বদলানো (মোবাইল ফোনের শুরুর দিকে অবশ্য ব্যাটারি বদলানোর সুবিধা ছিল। সে দৃশ্য বদলে যায় ২০০৭ সালে আইফোন বাজারে আসার পর থেকে।) টাইপ সি পোর্ট বা ব্যাক কভারের মতো অংশ।

নিজেই সারাই করার সক্ষমতা যারা ইলেকট্রনিক যন্ত্রাংশে চাইছিলেন তারা এ ঘোষণায় খুশি হবেন সন্দেহ নেই। এমনকি ‘রাইট টু রিপেয়ার’ নামে পরিচিত এই আন্দোলনের পুরোধা কোম্পানি আইফিক্সইট রয়েছে নকিয়ার এই ফোনের পেছনে। ফিচারটি আনার পেছনে এইচএমডি’র সঙ্গে আইফিক্সইটের পার্টনারশিপ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস।

বছরের শুরুতে জি২২ মডেল লঞ্চ করার সময় নকিয়া দেখিয়েছিল ফোনের ভাঙা ডিসপ্লে পাঁচ মিনিটেই বদলে ফেলা যায়। নতুন এই মডেলে অ্যান্টেনার কারণে সেই সময় হয়ত খানিকটা বেশিই লাগবে। তবে, প্রতিবেদন বলছে এই কাজটি যথেষ্টই সোজাসাপ্টা।

আইফিক্সইট পাঁচ বছর এই মডেলের যন্ত্রাংশ বিক্রি করবে। এর মধ্যে তিন বছর অবশ্য নকিয়ার ওয়ারেন্টিও থাকবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button