International

নাইজেরিয়ায় অপহৃত প্রায় ৩০০ শিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত প্রায় ৩০০ শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় গতকাল রোববার এ কথা জানিয়েছে। বন্দুকধারীরা এই শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো।

৭ মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের কুরিগা শহর থেকে ২৮৭ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। ২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটল। ওই বছর কাদুনা রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে দেড় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button