নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় ২৬ সেনা নিহত, ভূপাতিত হেলিকপ্টার
নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় গত রোববার রাতে দেশটির মধ্যাঞ্চলে জুংগেরু-তেগিনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহত সেনাদের উদ্ধার করে। সেখানে তখন সেনাসদস্যের সঙ্গে অপরাধী গ্রুপের লড়াই চলছিল।
সামরিক বাহিনীর একটি সূত্র ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিন কর্মকর্তা ও তিন বেসামরিক জেটিএফ (রক্ষী) রয়েছেন। ‘মারাত্মক লড়াইয়ের’ পর এই হতাহতের ঘটনা ঘটে।
হামলাকারীরাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে জানিয়ে আরেকটি সূত্র বলেছে, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি হামলাকারীদের ছোড়া গুলিতে ভূপাতিত হয়।
‘হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযানে’ যাওয়া একটি এমআই-১৭১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিমানবাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, সোমবার জুংগেরু থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।