USA

নাসার প্রধান হিসেবে মাস্কের ঘনিষ্ঠ সহযোগীর মনোনয়ন প্রত্যাহার ট্রাম্পের

এ মনোনয়ন প্রত্যাহারকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে মাস্কের প্রতি একধরনের অবজ্ঞা হিসেবেও দেখা হচ্ছে। কারণ মাত্র একদিন আগেই ইলন মাস্ক ট্রাম্পের নবনির্মিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) থেকে সরে দাঁড়িয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মহাকাশ সংস্থা নাসার প্রশাসক পদে ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড আইজাকম্যানকে মনোনয়নের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

গত বছরের ডিসেম্বরে পুনরায় দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি এই অনলাইন পেমেন্ট উদ্যোক্তা এবং ইতিহাসের প্রথম অপেশাদার মহাকাশচারী যিনি মহাশূন্যে ইভিএ বা স্পেসওয়াক করেছেন- তাকে নাসার নেতৃত্বে আনতে চান।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শনিবার ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘পূর্ববর্তী সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর আমি জ্যারেড আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত প্রত্যাহার করছি।’

তিনি আরো বলেন, ‘আমি শিগগিরই একজন নতুন মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করব, যিনি আমাদের স্পেস মিশনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হবেন এবং মহাকাশে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।’

এর আগে, মার্কিন সংবাদমাদ্যম নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, আইজাকম্যান ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ কিছু প্রচারণায় অর্থ অনুদান দিয়েছেন- এমন তথ্য জানার পর প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে এএফপিকে হোয়াইট হাউস এক ইমেইলে জানায়, ‘নাসার পরবর্তী নেতৃত্বে এমন কাউকে প্রয়োজন যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট মহাকাশনীতির সাথে পুরোপুরি একমত হবেন।’

ইমেইলে আরো বলা হয়, ‘নাসার প্রশাসক শুধু সংস্থার প্রধানই হবেন না, তিনিই মানবজাতিকে মহাশূন্যে এগিয়ে নিয়ে যাবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী মঙ্গলগ্রহ অভিযান বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।’

এ মনোনয়ন প্রত্যাহারকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে মাস্কের প্রতি একধরনের অবজ্ঞা হিসেবেও দেখা হচ্ছে। কারণ মাত্র একদিন আগেই ইলন মাস্ক ট্রাম্পের নবনির্মিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) থেকে সরে দাঁড়িয়েছেন।

মাস্ক নিজেই ট্রাম্পের সাথে কথা বলে আইজাকম্যানকে নাসার শীর্ষ পদে বসাতে লবিং করেছিলেন। আইজাকম্যানের স্পেসএক্সের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যা সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়ও সামনে নিয়ে এসেছে।

এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার মধ্যেই মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘এত দক্ষ ও সদাশয় ব্যক্তি পাওয়া সত্যিই বিরল।’

উল্লেখ্য, ৪২ বছর বয়সী আইজাকম্যান শিফট৪ পেমেন্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। স্পেসএক্সের সাথে একাধিক উচ্চাভিলাষী মিশনের মাধ্যমে তিনি বাণিজ্যিক মহাকাশযাত্রার এক পরিচিত মুখ হয়ে উঠেছেন। গত সেপ্টেম্বর তিনি প্রথম অপেশাদার মহাকাশচারী হিসেবে স্পেসওয়াক করে ইতিহাস গড়েন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto