Science & Tech

নাসার স্যাটেলাইটে ধরা পড়ল আগ্নেয়গিরির উজ্জ্বল লাভা

আইসল্যান্ডের রেইকিয়ানেস উপদ্বীপে সম্প্রতি হওয়া অগ্ন্যুৎপাতের দৃশ্য নাসার স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে। ছবিতে উজ্জ্বল লাল লাভার প্রবাহ এবং ঘন ধোঁয়া ও গ্যাসের মেঘ স্পষ্ট দেখা গেছে। নাসার অপারেশনাল ল্যান্ড ইমেজার-২ (OLI-2) এই চিত্র ধারণ করেছে ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইটের মাধ্যমে।  
এই অগ্ন্যুৎপাত সুনধুনকুর ক্রেটার থেকে উদগীরণ হয়ে লাভার স্রোত প্রধান সড়ক পেরিয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ব্লু লেগুনের কাছাকাছি পৌঁছেছে। এটি গত এক বছরের মধ্যে এ এলাকায় সপ্তমবারের মতো অগ্ন্যুৎপাত।  

নাসার আর্থ অবজারভেটরি এক বিবৃতিতে জানায়, ছবিটিতে প্রাকৃতিক রঙের সঙ্গে ইনফ্রারেড সংকেত যুক্ত করা হয়েছে, যা লাভার তাপমাত্রার স্বাক্ষর শনাক্ত করতে সাহায্য করে।

বিবৃতিতে আরও বলা হয়, লাভা থেকে নিঃসৃত গ্যাসের মেঘে মূলত সালফার ডাই অক্সাইড ছিল। তবে অগ্ন্যুৎপাতের ফলে আইসল্যান্ডে ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি।

আইসল্যান্ডিক মেটিওরোলজিক্যাল অফিস জানায়, এবারের অগ্ন্যুৎপাতের ক্রিয়া দ্রুত থেমে যায়নি। বরং গত ২৪ ঘণ্টায় এটি স্থিতিশীল রয়েছে। লাভার স্রোত পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ফাগরাডালসফিয়াল পাহাড়ের গোড়ার দিকে প্রবাহিত হচ্ছে।  

একটি প্রতিবেদনে বলা হয়, লাভা ক্ষেত্র কিছুটা বিস্তৃত হয়েছে তবে ধীরে ধীরে পুরু হচ্ছে। ফাটল থেকে উদগীরণের কার্যক্রম এবং আগ্নেয় কম্পন স্থিতিশীল রয়েছে। তবে স্বার্টসেঙ্গির আশপাশের ভূমি ধসের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button