Trending

নিউইয়র্কে চারদিনব্যাপী আইএফআইসি ব্যাংকের রেমিটেন্স রোডশো

রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আইএফআইসি ব্যাংক রেমিটেন্স রোডশো’। গত ২৪-২৮ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে নিউইয়র্ক সিটির কুইন্স, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলিন শহরে এ রোডশো অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসির মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ রেমিটেন্স বিনিময়কে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছিল এ রোডশোর। প্রতিটি শোতে আমন্ত্রিত যুক্তরাষ্ট্র প্রবাসী ও অনাবাসি বাংলাদেশীদের সামনে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।
অনুষ্ঠানগুলোতে বক্তব্য প্রদানসহ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এ আর এম নজমুস্ ছাকিব, কামরুন নাহার আহমেদ, মো. গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ্বাস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল রোডশোর এই আয়োজন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার বলেন, শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ইতোমধ্যে পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়।
সুবিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং চ্যানেল ও এমএফএসের মাধ্যমে প্রবাসীরা এখন প্রিয়জনের কাছে দ্রুত ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর সেবা গ্রহণ করতে পারছেন। রোডশোতে অংশগ্রহণকারী প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানোসহ বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এদিকে নিউইয়র্কের ম্যানহাটনে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা-২০২৩’ এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনাবাসি নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের প্রতি সমর্থনের স্বীকৃতি হিসেবে সাইটেশন প্রদানের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রশংসা করেছে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button