Bangladesh

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা ব্যস্ত পণ্য শুকাতে

গত শুক্রবারের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে ডুবেছে রাজধানীর বেশিরভাগ এলাকা। তবে ব্যবসা প্রতিষ্ঠানঘেরা নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে এই পানিবদ্ধতায়। হঠাৎ বৃষ্টির কারণে পানিবদ্ধতায় ব্যবসায়ীদের কাপড়সহ নানা পণ্য ভিজে যায়। ভিজে যাওয়া পণ্য নিয়ে বিপাকে পড়েছেন তারা। গতকাল শনিবার নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে ভিজে যাওয়া পণ্য রোদে শুকাচ্ছেন তারা।

নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত সড়কে জমে যায় বৃষ্টির পানি। আর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নিচু ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পড়েছেন নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। গাউছিয়া, চাঁদনীচক, নুরজাহান মার্কেটসহ অন্যান্য মার্কেট পানিবদ্ধতার জন্য বন্ধ থাকে। বৃষ্টির সময় সড়ক উপচে পানি প্রবেশ করে মার্কেটের ভেতর। দোকানে শাড়ি, অন্যান্য কাপড়, বই, জুয়েলারি পণ্যসহ সবকিছুই ভিজে গেছে। এমন অবস্থায় সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের। এমনটাই জানালেন তারা।

শুধু নিউমার্কেটই নয় বরং পার্শ্ববর্তী ধানমন্ডি নায়েম রোড, ঢাকা কলেজের আবাসিক এলাকা, আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় হাঁটু পানি ছিলো। রাস্তায় ও গলিতে পানি জমে থাকার কারণে এসব এলাকার অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিলো। কাইয়ুম নামের এক ব্যবসায়ী বলেন, শুক্রবার হঠাৎ এত বৃষ্টি হবে বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। দ্রুত দোকানে এসে কিছু জিনিস সরাতে পেরেছি। আর অধিকাংশই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। দোকানের নিচে যত কাপড় রাখা ছিলো বেশিরভাগই ভিজে গেছে। সব কাপড় শুকাতে হবে।

আরেক ব্যবসায়ী বলেন, গত বৃহস্পতিবার রাতে বাইরে যেসব জিনিস রেখে গিয়েছিলাম তার সবই ভিজে নষ্ট হয়ে গেছে। বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমাদের। এগুলো রোদে শুকিয়েও ঠিক করা যাবে না। তবুও মালামাল রোদে শুকাতে দিয়েছি। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, সবগুলো দোকানের ভেতরেই প্রায় এক ফিট পরিমাণ পানি জমে। বইপত্র, কাপড়, তৈজসপত্র, জুয়েলারি সবকিছুই পানিতে ভিজে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, যা টাকার অংক দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। দোকানের ডেকোরেশনের যে সব বোর্ড ব্যবহার করা হয় সেগুলো যদি পানিতে অল্প ভিজে তাহলে পুরোটাই পরিবর্তন করতে হয়। এই অবস্থা কাটিয়ে উঠতেও কয়েকদিন সময় লাগবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button