নিজেদের ভূখণ্ড ছেড়ে হলেও যুদ্ধ শেষ চায় ইউক্রেনবাসী
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রয়োজনে নিজ ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে প্রায় এক-তৃতীয়াংশ ইউক্রেনীয়। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজি (কেআইআইএস) এই জরিপ চালিয়েছে। জরিপ অনুসারে, অন্তত ৩২ শতাংশ ইউক্রেনীয় প্রয়োজনে ভূখণ্ড ছেড়ে দিয়ে হলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার পক্ষে। খবর সিএনএনের
কেআইআইএস চলতি বছরের ১৬ থেকে ২২ মে এবং ২০ থেকে ২৫ মে পর্যন্ত দুই ধাপে এই জরিপ পরিচালনা করেছে। জরিপের উদ্দেশ্য ছিল, ইউক্রেনীয়রা নিজেদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে হলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে কতটা ইচ্ছুক বা প্রস্তুত, তা জানা।
এদিকে সেনাবাহিনীতে যোগ দিলে মস্কোর বাসিন্দাদের রেকর্ড ২২ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা সংখ্যা বাড়ানোর জন্য নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বশেষ এ বোনাস অফার চালু করেছে রাশিয়ার সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শহরের বাসিন্দাদের জন্য প্রায় ২২ হাজার ডলার বোনাস চালু করেছেন।